নীলাকাশ। কালো মেঘ।মাঝে মাঝে বিকট শব্দ
প্রকম্পিত বাসা-বাড়ি আর ফসলের মাঠ।
বাতাসে উড়ে নব বধুর শাড়ী,উড়ে গাছের শুকনো পাতা।
সড়ক,মহা সড়কে ভেঙ্গেছে গাছ আর গাছ
ভেঙ্গেছে পাকা ধানের খেত।মনের ইচ্ছা গুলো
সীমাহীন নীলাকাশে,পাখা হীন পরীর মত উড়ছে।
কালো মেঘের ডাক,বৃষ্টির সাজ-গোঁজ
ভরে যাবে নদী-নালা,খাল-বিল
ভাসবে আমার দেশ।#