সকাল বেলা পূর্ব দিকে সূর্য্যি মামা উঠে
চারিদিকে পাখি ডাকে ভোরের আলো ফুটে
ফুল বাগানে প্রজাপতি রঙ্গিন ডানা মেলে
কাটায় শুধু সারা দিনে ফুলে হেসে খেলে।


হাজার স্বপ্নের মহা ভিড়ে স্বপ্ন শুধু আসে
সুবাসিত ফুলের ঘ্রাণ যে বাতাসে ভাসে
ছেলে-মেয়ে হাসি খুশি ভরা আমার বুকে
স্বর্গ- সুখে, মাখা-মাখি থাকি মহা সুখে।#