আমিই রাজা। আমিই আমার– সাম্রাজ্যেরই সবই।
নিজের মতো শিকল বেঁধে শাসন করি সকলকে
এক নিমেষেই বাষ্প করি, বরফ করি জলকে।
পাথর ছুঁড়ে মাথা ফাটাই; লোপাট করি দলকে।
মরীচিকায় দাঁড়িয়ে মন আঁকে তার'ই জলছবি।
আমিই রাজা। আমিই আমার– সাম্রাজ্যেরই সবই।


ভয় করি না। গুলির আঘাত কিংবা জেলের খুবি।
ভোট পেরোলেই পকেট পুরোয় নতুন গড়া সরকার
সত্যি কথায় নেইতো দ্বিধা, নেই যে মনে ডর কার!
'দুমুঠো ভাত, একটু নুন– আমারও হয় দরকার'।
অধিকার চাই–! আগে মানুষ। পরে আমি কবি।
ভয় করি না। গুলির আঘাত কিংবা জেলের খুবি...।