হাঁটতে গিয়ে পাশাপাশি
দু'হাত দিয়ে ধরেছি হাত,
সেই হাত'ই– করছে খুন;
গলা টিপে হঠাৎ হঠাৎ।


তুমি কি তা পাচ্ছো টের?
তুমি কি তার রাখছো খবর?
অনেক হলো ভাবনা বাওয়া;
শব্দে এবার তোমার কবর!


কথায় কথায় দি যদিও–
অনেক কম! ভীষণ কম!
একটা দুটো দাওনি তুমি,
দিয়েছো তুমি পাহাড় জখম।


জখমকে তাই– জখমি করে
রাখছি এবার বুক পকেটে,
পাওনা গুলোর– হিসেব হোক!
'আগ্নেয়গিরি'র সন্নিকটে।