দিনেতে সে শান্ত ছিলো। প্রাণ তো ছিলো তখনই
আঁধার যত ঘনিয়ে এলো, বাড়লো বুকের টনটনি।


খড়ের চালা, ইটেরও নয়, ঘরটা'ও ছিলো মাটির ঘর
এমন দাপট দেখিনি আগে, ভয় ছিলো তাই মাথার উপর।


করোনা ছিলো। তার ওপরে– আর এক যেন নাগরদোলা      
অসাড় হলো দেহখানা, বাপ রে সে কি হাওয়ার দোলা।


যেদিক দেখি লণ্ডভণ্ড, গাছগাছালির মড়মড়ানি
একটি কোণে বসেছিলাম। কি হবে কখন কে তা জানি।


বাড়লো দাপট, ঝড়ো হাওয়ার..., উড়িয়ে নিলো খড়ের চালা,
'বিজলি বাতির আলোয় দেখি– আকাশ সম বুকের জ্বালা'।