আলোকে সরায়ে কালো জ্বালালে কে–?
জানালাকে বন্ধ হঠাৎ করেছে বা কে–?
আলোর আঁচল তলে থাকতে দাও!
কালোকে সরায়ে, আলো জ্বালাও জ্বালাও।  


এ বুকের ক্রন্দন শুনতে কি পাও–?
পরখ করলে, 'ধারা' মুক্ত কি তা'ও–?


আম গাছ, জাম গাছ, জোটে ঝাউ বন,
সকলের কপালে জোটে– রবির কিরণ।
কেবলই আলো নেই আমার বেলা,
আঁধার, আঁধার, আমার সারাটাবেলা ।


আমি না দেখি কিছু, তাই কি চাও?
আঁধার হাটাতে, আলো জ্বেলে দিয়ে যাও!