প্রতিটা পলে, সময়ের সকল নিয়ম মেনেও
নিজেকে বোঝাতে পারলাম না আর কোনোমতে...।
চলে যাওয়া আত্মা, ফেরত আসে না জেনেও
'অপেক্ষারা' বছর পেরিয়ে আজ যুগের গতিপথে।


অন্ধকারের রাতে দূর থেকে দাঁড়িয়ে, দেখেছি–
আমার ছায়ার সঙ্গে তোমার ছায়াটি কেমন দাঁড়ায়।
তোমাকে ভোলা মনে হয়– আজন্ম ভুলে গেছি;
যেন অপেক্ষারা সংসার পেতেছে শিরা-উপশিরায়।


অপেক্ষারা স্মৃতি হয়ে এলে– হৃদয়ে এসে বাজে
ভরে ওঠে, লম্বা লম্বা দীর্ঘশ্বাসে রক্তমাখা দোয়াত।
একা একেলা চলাচলের নিত্য পথটির মাঝে–
আমার দু'হাত খোঁজে– আজও তোমার দু'হাত।