পুরোপুরি ঝুঁকে থেকো না কারোর উপর
কিছুটা তুমি আস্থা রেখো নিজের কাছে,


আপন সবাই হয় না, জেনো, হয়ও পর
নইলে সখা– পস্তাতে হবে তোমায় পাছে।


আসলে সবটা বিলিয়ে দেওয়া করবে নিচু
ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে পথের সাঁকো।


শিখতে হলে– গড়তে হবে দেওয়াল উঁচু,
সেই উঁচুটি পেরিয়ে যাওয়ার সাহস রাখো।


"আমি পারবো, দরকার নেই কারোর সাথ",
এমন কথার আগুন রাখো বুকের ভেতর ।


কে কত পথ– হাতের ওপর রাখে হাত!
আপন সবাই হয় না! জেনো, হয়ও পর...


মাঝখানেতে যায় যদি সে ছেড়ে আপন
তখন তুমি গুনবে তোমার ভুলের মাশুল।


সময় থাকতে পাল্টে চলো জীবনযাপন
জল, মাটি দিয়ে গাড়ো, করো শক্ত মূল!