জীবন যুদ্ধে এমনই খেলে চলো দাবা।
ডোবালেই জল যেন হয়ে যায় লাভা।
হাতুড়ির ঘা'য়ে– যেন উঠে যায় ছাল।
পুড়তে পুড়তে যেন আরো হও লাল।
যদি পারো যাও আরো সূর্যের কাছে;
জীবনে পুড়েছো, বলো আগুনে কি আছে!


বলি, সেখানেই শেষ? দেবে জীবনে ছেদ?
আমি চাই– জীবনে আঠারোর জেদ!