রাজ্য হতে আস্থা আসে– এ রাজ্যে
ফিরিয়ে নেবে রাজা-রানী বলেছে তা,
সেই আশাতে দিন গুনে যায় আমার মতো
হাজার হাজার পরিযায়ীর হাজার মাথা।


যেমন করে সকাল হয়, রোজই তেমন–
চেয়ে চেয়ে সন্ধ্যা নামে মনের ঘরে,
আস্থা, না! ওসব কেবল মিথ্যাশ্রুতি  
দিচ্ছে কেবল, যাতে শুধু– মানুষ মরে।


আপন মরে, কষ্ট হয়, মন উঠোনে
শেষ হচ্ছে চাওয়া-পাওয়ার সকল প্রীতি,
গাঁয়ের মানুষ, বোতাম টিপে জেতায় যাদের
সত্তা হারিয়ে, তারাও খেলে– রাজার নীতি।
        
বাঁচার আশায় আমরা আর মরবো কত?
করবো কত পেট পুরোতে ধারদেনা?  
অল্প খেয়ে বাঁচতে হচ্ছে এখন কথা,
আজ বাঁচছি, কালকে তবে পারবো না...