খরচা হাতের তোরাই পাকা
তোদের নাকি- অনেক টাকা,
           আরো 'পাকায়' থাকা,      
আচ্ছা বলতো- মন্টু, রামা
তোদের কেনা পূজোর জামা
           এখন কোথায় রাখা?
না বললেও- আমি জানি,
আনন্দের ওই সকল গ্লানি
            আলমারিতেই ঢাকা ।


বলেনি কেউ! জানি’রে- ভাই,
জগত'টা তো- এমনে সাজাই,
           এখন, সবাই ব্যস্ত,
সাথে আর ফ্রেসটা করা-
কিংবা বাক্সে যতনে ভরা,
             সবার পাঁজরে প্রস্থ ।
তবে'রে ভাই এমন করলে
জীবন থলি শূণ্যে ভরলে-,
            হবি রে- জলদি অস্ত ।


কথা, যখন- রাখতে নারি’স্,
একটাতো- কথা রাখতে পারিস্!
            তোদের অনেক ধন,
'চেয়ে দেখ্ না ওদের দিকে'-
কেমনে তারা এখনো ফিকে,
           ভাব না রে আপোনজন!
দেখবি তখন- কতই খুশি,
কেটেই যাবে- হাজার দুষি,
            হবি রে-, ধন্য তখন!


আগের সাল আবার তোদের
থামাবে কে-, হতে খদ্দ্যের ?
         কিনবি আবার নুতন,
তবে রে কেন- বল না আমায়
তোদের কেনা সকল জামায়
         করবি আবার যতন?
মানুষ যদি হবি রে ভবে-,
তোদেরকেই ভাই বলছি তবে
       'হ’রে-, ওদের রতন' ।