ভাবছি আমি, ভাবছো তুমি
স্বপ্ন ঘেরা স্মৃতি,
ভাবনা মাঝে জমছে কেবল
নিত্য-নতুন প্রীতি।
প্রীতি-স্নেহের পরশ মেখে
ভাবনা হারায় খেই,
ভালোবাসার ভাবনা– যত
তোমার জানা নেই।
জানলে তুমি করতে বা কি!
সেসব আমার জানা
ভাবছি তাই, ভাবছি তবু–
কেউ করেনি মানা।
করলে মানা শুনতো বা কে!
মন কি কারোর দাস!
মন সে আমার, মন সে তোমার
ভাবছে বারোমাস।