ভেঙে পড়েনি, যেকোনো তুফান, বানে
তবু, তুলে নিচ্ছি বাকল বা তার ছাল,
গাছ দুটোকে– দূর হতে আমি দেখি;
ঠায় দাঁড়িয়ে, যে চিরহরিৎ মহাকাল।
দেওয়া হয়নি, তাদের এ জনমে দাম;
কেবল জ্বালানি ভেবেই– রান্না রুটি, ডাল
তাদের শুধু তাই 'জন্মদাতা' বলা ভুল!
তাদের নাম রাখা উচিৎ – 'বট কিংবা শাল'।