সকাল থেকে বুকের মাঝে মেঘ
বৃষ্টি আসে আশেপাশে হঠাৎ,
যখন আসে– ধারায় প্রবল বেগ।    


নমি তখন পায়ের নীচের মাটি।
গাল বেয়ে গড়ালে সে জল–
বেগের ধারায় ভাসায় পরিপাটি।  


ধারায় ধারায়– চোখ হয় দুর্বল।    
তবুও কেবল রাত্রিদিন জুড়ে
চেয়ে থাকি, চেয়ে থাকি কেবল।


চেয়ে চেয়ে– চোখের চাউনি চুপ...
দু'চোখ আমার বন্ধ হয়ে আসে,


আমার, আমার ঘুম পেয়েছে খুব।