লক্ষ কোটি লক্ষ্য স্থিরতা রেখে  
পেরিয়েছে কেউ কবে!
থেমে যেও না, ওঠো! উঠে চলো,
ছুটে চলো গন্তব্যে।
বুকেতে ভরো হেঁটে চলার শ্বাস,
কদম তুমিও ওঠাও
কদমে কদমে বলে চলো তুমি
আমরা থামিনি কোথাও।


চলবার পথে লাভাদের দল
থাকলে থাক পাতা
কিংবা তুহিন তুফানের পথে
বরফ থাকুক গাঁথা,
হেঁটে চলো, হেঁটে চলো তবু
পিছন পানে না ফিরে
আগামীর মূক স্বপ্ন দেখুক
কেবল তোমাকে ঘিরে।