বউ পাছেতে, ধর্মাবতার
সঙ্গে আরো কন্যা তার
পা'টি ফেলে এগিয়ে চলেছে সহস্রাধিক
মাথায় বোঝা, পুটলিটায়–
শুকনো রুটি ঝলসে যায়;
মাঝ বয়সের দায়িত্ব বড়, মর্মান্তিক।
চোখেতে তাদের নেই ঘুম,
ঘরে ফিরবার একটাই ধুম
বাঁচার তাগিদে, পায়েতে পা উভয় জনার
প্রয়োজন কি! এই সরকার?  
বিচার করুন– ধর্মাবতার!  
জনতা যদি নিজের নিজের, আপনি কার?
'দেশকে মাপে কদমে কদমে  
করোনাতে সে– আর কি দমে'!
ফোস্কা পড়লেও মাথার ঘিলোয়, ক্ষতি নেই
ঝড়, বৃষ্টি, অগ্নুৎপাত
ওসবকে করে কুপোকাত
এগিয়ে যাচ্ছে , আইনকে পিষে , গতি নেই...