বিষন্নতা ছেয়ে। এ বুকে– বিদায়ের আয়োজন।
চৈত্রের শেষ দিন,
জমা যত আছে ঋণ–
মুছে যাক। আর যত জমানো ক্ষতদের ওজন।


নবরূপে সেজে উঠুক গ্রাম হতে যতনে শহর।
ঠাঁই নিক ভালোবাসা,
এ বুকে– এক আশা,
ঘনঘোর আঁধারের শেষে আসুক– নূতন এক ভোর।