উথালপাতাল ঢেউ টলমল– বুকের মধ্যে থাকে।
কে বা কখন, কখন কে বা, আঁকড়ে রাখে কাকে–
এসব কথা হৃদয় জানে। আপন হয় যারা–
হাজার দুঃখ সইয়ে ভালো বাসে স্বার্থ ছাড়া।
উথালপাতাল ঢেউ টলমল– বুকের মধ্যে থাকে।
তবু হৃদয় সকল ভুলে ভালোবাসাই মাখে।


মাখামাখি করি এসো, পাখাপাখি বসি।
হাতে হাত রেখে চলো দূর যেথা শশী।
দূর হেথা, মনে মনে মন কষাকষি!
একা আমি, একা আমি, একা আমি বসি...