দেশ জুড়ে, শহর জুড়ে– মন্দী এবং মন্দী,
কর্মহীন তাই; তারপরে, ঘরের ভেতর বন্দী।
ক্ষুদ্র সে প্রাণী, ফের করছে বিশ্ব ভাগ
যাতায়াতের চাকায় যেন জং ধরবার ভাব।
যেন খাঁচার ভেতরে বন্দী, সিংহ-হাতি-বাঘ,
বাইরে কিছু মূষিক, যারা নিছক কিছু ছাগ
শেষে কিনা ছিনিয়ে নিচ্ছে সিংহ-বাঘের থাবা!
'অনেক দূরে আমি– তুমি ভালো থেকো বাবা'।


মাথার ভেতর ব্যথা হলে একটু হলে কাশি
এক নিমেষেই থেমে যায়, মুখের প্রিয় হাসি।
গড্ডলিকায় পা না ফেলে সুস্থ হয় শরীর
কর্মহীন বলে– হয়ত সূক্ষ্মদের ভীড়!
    
তবু ভালো আছি, তুমি, ভালো থেকো মা,
যেতে আমার ইচ্ছে করলেও– এখন যাবো না।