একটা সময় মন ভালোবাসে সবকিছুরই নীরবতা
খোঁজে না, আগের মতো আর কোনোকিছুরই কারণ।
সইতে সইতে হৃদয়েরও– আর লাগে না কোনো ব্যথা,
চোখের দেখাও তখন সবই-সবকিছুই লাগে সাধারণ।


একটা সময় মন আগুনের পাশে যেতে চায় খুব
বুকের ভেতরে পুড়ে যাওয়ারও সাহস রাখে সে।
একটা সময় মন করে বসে এমনি এমনি বেয়াকুব
খাকের পরও– ছাই হয়ে ঘুরতে থাকে তার চারপাশে।


অস্তিত্বহীন, নিজেকে শূন্য ভেবে শুরু করে এক থেকে।
ছোট্ট একটা বিন্দু ফের জানিয়ে দেয়– নতুন কিছুর প্রয়োজন।
নিজের নিঃশেষের পর অচল শরীর বেশ কিছু শেখে,
একটা সময় তাই মন ভুলেও যায় কে ছিলো তার আপনজন।