ঘুম পেলে শুই আর খিদে পেলে ছুটি
ল্যাজামুড়ো সাথে জোটে, জোটে ছোটো পুঁটি।
আরো জোটে চুন-খৈনি, গুটকা ভরপুর
মন তাতে রাজা সাজে আসমুদ্দুর।


বাধাহীন পা'জোড়া, আর বাঁধাহীন গা–
সাইকেলে চেপে চলি খেতে চলি চা।
কথা হয় দু'চার, জোটে চা-চানাচুর
মন তাতে রাজা সাজে আসমুদ্দুর।


রাত হলে ফিরি, ফের ঘুম পেলে শুই
খিদে পেলে– ল্যাজামুড়ো, ফের জোটে রুই!
হাইতে হাইতে ওঠে– যেন সাত হাজার সুর,
মন তাতে রাজা সাজে আসমুদ্দুর...


রাজা নই... তবু আমি রাজা হয়ে থাকি।
এই ভাবেই– চিরকাল দিয়ে গেনু ফাঁকি...