আসা আষাঢ়ের মাসে গেছে আগুনের জ্বালা
দেখো, জল থৈ-থৈ খাল, বিল, নদী ও নালা।
সেই খাল, বিল, নদী, ঝিলে শাপলায় জুড়া
দেখো গাছে গাছে– ফুটে আছে কৃষ্ণচূড়া।
দেখো, ফুটেছে গোলাপ, রজনীগন্ধা, হাসনাহানা
দেখো, ডোবা জুড়ে ফুলে ভরা কচুরিপানা।
মন, মজে আছে, বলি প্রিয় কী মায়া তাতে...
এসো ঝিঁঝিঁদের ঝিঁ-ঝিঁ শেষ হওয়া প্রাতে
পিছু, সবকিছু ঠেলে এসো দু'হাত নাড়িয়ে
নদীর ঢেউ টলমল জলে যে মাঝি দাঁড়িয়ে–
তাতে এসো আষাঢ়ের ঝিরিঝিরি বৃষ্টির কন্যে,
এসো, এই আষাঢ়ের ফোটা– কদমের জন্যে।