চেয়ে চেয়ে থমকালে যখন
চেও না। আর চেও না।  
দেয় দিলে বেশি তোমাকে
'রক্তের যারা'। আর কেহ না।


ভেবে নিতে হবে মরীচিকা 'ও'
বার বার ছুটে যাওয়া যাতনা।
থমকালে যখন বুঝে নিতে হবে
কে নকল, আর কে সোনা।


দিতে জানো– ফেরত তুমিও,
তুমিও ঘটাতে পারো বিচ্ছেদ।
বুঝে নিলে, পিছুপানে চলো
আর ওখানেই দাও ছেদ।


যতটা জরুরত, ততটাই দেয়...
বেশি কিছু– তাই চেও না!
দেয় দিলে বেশি তোমাকে–
রক্তের যারা। আর কেহ না।