সময় যত এগিয়ে চলছে চিন্তা বাড়ছে তত
বাংলা, যেটা মুখের ভাষা, আজকে অন্ততঃ–
সে যদি হয় কালকে গত অত্যাধুনিক কালে?
কবিতাখানা লিখবো কেমন? চিন্তা বাড়ে ভালে ।
চিন্তা করতো একদিন ওই ভাষার পরম পিতা;
আজকে ভীষণ ইংরেজি জয় , মুখের বুলিও তা।    
দেখা হলেই– 'হাই', 'হ্যালো', 'ওকে', 'গুড', 'ফাইন'!
কেমন আছো? কেউ বলে না, আপাতত ততকালীন।
এমন মানুষ এ সব এখন বলতে ভালোবাসে,
দু-চারটে আসে যদিও– 'বাংরাজি' হয় শেষে...।


হারিয়ে যাচ্ছে। মায়ের ভাষা। কষ্ট হয় না বুঝি–?
'মা' হারালে, সব হারাবে। ব্যর্থ তখন পুঁজি।