পাড়ারা আর আগের মতো নেই,
বিপদে তারা দাঁড়ায় না এসে পাশে।


হঠাৎ মৃত্যু'র কোনো খবর শুনলেই
করোনা ভেবে, ছোঁয় না সে লাশে।


আপন তোমরা, হৃদয়ে সোজা লাগে,
এমন কাজ লাগেও বড় বিষের।


কাশিও ছিলো মহামারীরও আগে;
যাচাই করো আদৌও জ্বর কিসের!


কাজের পর ফিরছি আমিও ঘর
দু'দিন ধরেই– ভিজছি জলে প্রায়।


বৃষ্টি ভিজে, গায়েতে নামলে জ্বর
'করোনা ভেবে মেরে ফেলো না আমায়'...।