নদীটার কাছে জমে আছে ঋণ শোধ হয়নি
অপরাধী তাই ঘোষণা করেছি মেঘ রোদ্দুরে,
সারাদিনব্যাপী মেঘলা বুকে, বৃষ্টি নেই...
দমফাটা এক ভ্যাপসা ধোঁয়া শরীর জুড়ে।  


ঝরে গেলে বড় ভালো হয়, বুকের থেকে
থাকতে থাকতে লাগতে থাকে পাহাড় ভারী
কেনো জানিনা গলতে সে জল উষ্ণতাকে
বড্ড আপন করছে না চোখ, যা দরকারী ।
          
ঘুরে ফিরে মেঘ, নয় হোক সে– জলপ্রপাত!
নয়তো কোনো গাছের শিকড়ে বাঁধুক বাসা!
যে জল আমি দেবো বলেছিলাম কেঁদেই হঠাৎ
সে জল আজ কেনো জানিনে– খেলছে পাশা।