যে কথা বলার ছিলো–
সন্ধ্যা নামার আগে আমাদের সে কথা কি বলা হলো!
তবে কেন চলে যাবে?
থাকো আর কিছুক্ষণ; বসো পাশাপাশি, ওভাবে–
যেভাবে বসে আছে দুটো পাখি;
আর কিছুক্ষণ না হয় চোখে চোখ, হাতে হাত রাখি।
যে কথা বলার ছিলো
সন্ধ্যা নামার আগে আমাদের সে কথা কি বলা হলো!


অসময়ে বিপরীতে দুটো মুখ
কাঁধেতে হয়নি রাখা মাথা, ভরেনি এখনো কারো বুক।
আর কিছুক্ষণ থেকে যাও
শূন্য বুকে ঘোর প্রলয় উঠুক আবার, তুমি কি তা চাও?
পশ্চিমী হাওয়ায় ওড়ে চুল
খুলে দাও বেণি, হাওয়ায় হাওয়ায় দুলুক কানের দুল।
আহা, চোখ ঢাকে খোলা চুলে, সরাই...
এই ধোঁয়াশা ঘেরা খোলা মাঠে আবার মনে করাই
আমাদের যে কথা বলার ছিলো–
সন্ধ্যা নামার আগে আমাদের সে কথা কি বলা হলো?