জীবনের বড় দাম।
কয়েক ফোঁটা চোখের জলে আজ–  
                    আগুন কিনলাম।
যে আগুনে নিজে পুড়েছি,
ছাই হয়ে নিজে উড়েছি,
সেই আগুনে না হয় তাকে পুড়লাম।
             জীবনের– বড় দাম।


জীবনের সাজিয়ে রাখা চিড়িয়া ঘরে–
জীবন বার বার পাখি হয়ে ওড়ে।
ওকে বসতে হয়।
কখনোবা সব বাঁধা খুলে যেতে হয়।


অবশেষে তাকে ভুলে যেতে হয়।


কয়েক ফোঁটা জলের বিনিময়ে
            নাইবা আর নদী কিনলাম!
                     জীবনের বড় দাম।

জীবন বুঝে গেছে– জীবনের বড় দাম।