পথঘাট সব খালি, আমি চলি একা,
"জীবনের পথ" সেতো, নেই কারোও দেখা ।
আশা ছিল, একদিন এই পথে পথে-
কাউকেই পাবো আমি সাথী বলে সাথে ।
আজ সব আশা গুলো গেল রসাতলে,
আমি কিছু বলি না , ভাগ্য'তা বলে-
"তিনকুড়ি পেরিয়ে, নয় হবি আশি!
তখন পেলে সাথী- হবি বান ভাসি"!
একা একা, সাথে তবে দিন যাবে শত,
তুই বেশ সাথে যাবি,  হয়ে নি-ক্ষত ।
তাই বোঝা! মাঝে মাঝে -ওই প্রাণটা'রে!
'যাতে সে কোনোদিন আর না হারে' -
আরো বোঝা! প্রাণটারে- "দিনে বা রাতে
না পেলে- 'ক্ষতি নেই' সাথী আজ সাথে " ।