বলেছিলে তুমি, বৃষ্টি কোথায়?
          ময়ূর কখন নাচবে?
আকাশ পানে চেয়ে চেয়ে
          চাতক কখন ডাকবে?
ঝিরঝির-ঝির বৃষ্টি আজ
          কোন বেলা সে ঝরবে?
মাছরাঙাটা বসেই আছে,
          কখন নালা  ভরবে?


এ বেলা নয় এলে না তুমি
          অন্য বেলা এসো,
এতো দূরে না থেকে আজ
          বন্ধুর সাথে মেশো ।
বন্ধুরা আজ তোমার দিকে
          চেয়ে আছে শুধু,
ঠোসা পোড়া গা গুলোতেই
          মাখাবে কখন মধু ।
শুকনো মাঠ ফুটিফাটা
          কখন হবে বৃষ্টি,
তাড়াতাড়ি এসো বন্ধু
          বাঁচাতে হবে সৃষ্টি !