খতম হয় সকল জখম। মলমে বা গানে।
ব্যস্ততা আমাকে ঠিক– ঠিক পথে আনে।
সাথ দেয় শরীর ও মন, সাথ দেয় প্রত্যেক।
খুশি হই। স্বপ্ন দেখি। স্বপ্ন সাজাই শ'তেক।


ক্লান্ত হলে, কাজের শেষে– ফিরি বাড়ি,
বাড়ি ফিরে, খেয়ে-দেয়ে বিছানা মাড়ি।
ভাবি সব ঠিকঠাকের গোছানো বাগান।
না। ঘুমোতে গেলে 'খুনি' আমাকে জাগান।


আবার হই খুন...। আবার বদ্ধ খাঁচা...।
জানিনা, কতবার খুনের পর বাঁচা হবে বাঁচা।