বসলে রাজা সিংহাসনে– কে বা আপন কে বা পর
গ্রামের পর লুটতে থাকে, একলা পেলে– একটা শহর।
আসলে ওরা মানুষ রূপে মানুষ নামে মানুষ খেকো,
এমন মানুষ দেখতে পেলে তাদের থেকে সামলে থেকো।
সামলে থেকো, কিছুর আশায়– পড়তে পারে ভীষণ ছাই;
কিছুর আশায় ছাই যাদের তাদেরও একবার বলা চাই–      
  
'এমন মানুষ লুটছে যত প্রকাশ্যেতে গুপ্তধন
তাদের জন্যে একটি ফাঁসির– শীঘ্র হোক আয়োজন'।


(সংক্ষিপ্ত)