সাগর তো আজ নদীর বুকে লুকায়, ওই তো দিসে।
তবে, কষ্ট কিসে-?
বুকের এত দুঃখ যদি সাগরে মেশে,
তবে, কষ্ট কিসে-?


আমি বাঁচবো তবু-, দুখ্ গুলোকে- সুখটি ভেবে।
আমি বাঁচবো তবু সেই মনেতে-, 'যে দুঃখ নেবে'।


ফুল যদি তার- সুবাসনামা বন্ধ করে,
তবে, কষ্ট কিসে?
ভ্রমর যদি মধু বিনা- নিত্য মরে!
তবে, কষ্ট কিসে?


আমি বাঁচবো তবু- বাস্তবেতে, অকাল হয়ে-।
আমি বাঁচবো তবু-, ঘাটের মতো ক্ষয়ে ক্ষয়ে।


রাত নামে যদি-, ভোর আকাশে, পাহাড় ঘিষে,
তবে, কষ্ট কিসে-?
চাঁদ তারা যদি ভীষণ ওঠে- 'তার আকাশে',
তবে, কষ্ট কিসে?


আমি বাঁচবো তবু- না চাওয়া শত আশার মাঝে।
আমি বাঁচবো, তবু না পাওয়া- ভালোবাসার ভাঁজে।


তবে, কষ্ট-  কিসে?