শুকনো পাতার মর্মর শব্দ
কানেতে আসে আমার অকারণ,
জানালা খুলে বাইরে তাকাই ক্ষণিক
ফেরার পথ– শূন্য আজও তেমন।


মেঘেরা ফেরে আকাশের মহানীলে
চলে সেথা পাখিদের খেলাখেলি,
পাখিরা ফেরে; গোধূলি নেমে এলে–
প্রদীপের শিখা নিরবে নিভিয়ে ফেলি।
      
আঁধার ঘনায় সারা ঘরময়
একলা তখন ঘরেতে বসে থাকি,
কিছু 'ক্ষণ' নিদারুণ পড়লে মনে–
খুঁজে ফিরি 'আমার প্রাণের রাখী'।