সহস্র ধিক্কারের পরও–
যখন হাতের তালুতে, গালের গায়ে,
নাকের অগ্রভাগে লাগে,
তোমার সিঁথির সিঁদুরের মতোই–
পুরো শরীরটা মাছের ফুলকার মতো লাল হয়ে ওঠে।


যে লালটা তোমার; প্রিয়া–
        সে লালটা তখন আমারও প্রিয় হয়ে ওঠে।


ভেবে ফেলি–, "এই অচেনা শহরেও হয়ে হট্টগোল  
কোকিলের কুহুকের স্বরে বসন্ত এসেছে; এসেছে দোল"।