মা মানে– এই নয় যে রান্না করা, খেতে দেওয়া, বাসন মাজার সাজ
মা মানে এই নয় যে দিনরাত্রি আরাম বিনা কাজ আর কাজ।
মা মানে আরাম দেবে, হাত বাটাবে, একটু সময় পেলে,
দেখবে তখন, মায়ের মতোই তুমিও নারী; যদিও বা হও ছেলে।


বৌ যদি হয় তবে রে ভাই বছর গোটাই তেমনই হাত বেটো,
রাত দুপুরে কিংবা ভোরে– বন্ধু অথবা মায়ের মতোই হেঁটো।