খবরে খবরে নিদারুণ দৃশ্য
ধাক্কায় গেছে পিষ্টে
শুনে সে মা– খুঁজছে নিমেষে
ছড়ানো ছিটানো লিস্টে।


বাবারে বলে– "ওগো, দেখো না গিয়ে
তোলে না কেন ফোনটা!"
সকাল থেকে বেজে চলে ফোন...
ঘণ্টার পর ঘণ্টা।

ছোটাছুটি চলে, খোঁজাখুঁজি চলে
চিৎকারে বলে– লাশ কার?
হৃদয়ের কোণ ভেজা ভেজা ভাই
চারদিক বড় হাহাকার...


খুঁজে ফেরে বাবা ছেলের লাশ
কি করে হবে শক্ত!
আঙুলে আঙুলে লেগে আছে, বাবার
ছেলের লাশের রক্ত।


রক্তে রক্তে ভিজে গেছে জামা
লাশ ভরে আছে মাঠটা,
আজ তাই কোনো প্রেম নয় রাই
নয় কোনো হাসিঠাট্টা।


মায়ের কোলে শোয়ানো ছেলের লাশ
ঘুম আসে কি স্বস্তির?
হৃদয়ের কোণ ভেজা ভেজা, ওগো
মন বড় আজ অস্থির।