তোমার বাবা চাকরি করেন,
আমার বাবা কৃষক।
বুটও পরেন, টাইও পরেন
রাখেন নানান শখ।
লাঙল ছেড়ে কলমও ধরেন,
সময়ে ধরেন চক।


যেমন খুশি থাকতে পারেন;
এটা উনার হক।


তোমার বাবা চাকরি টেনে
সাজায় রাজ মহল
জীবন বেঁচে জীবন কেনে
আগুনে অনর্গল।
'তোমার বাপু তবে ক্যানে
হিটলার সাজার ছল?

গড়ান থাকলে বুকের জমিনে
গড়িয়ে দেখাও জল!


মেহনত কি– ওরে হাঁদা
বুলেট খানার চাবি?
মেরেই লাথি সিধেসাধা
কোথাও পৌঁছে যাবি।
চালায় রিক্সা আমারও দাদা;
তখন আমার দাবি–


মনের 'কলা' থাকলেও আধা
'সকল করতে পাবি'।