দু'জন মিলে পাহাড় পেরিয়ে দূরে
হঠাৎ যখন ঘুরতে গেলো নদী–


জীবন তখন– সাতটি সমুদ্রের
জলের সঙ্গে করলো সপ্তপদী।


প্রেমিক তখন হাসতে শিখছে ধীরে,
প্রেমিকা তার সেই হাসিতে– মাঝি।


জীবন তখন দাঁড়িয়ে ছিলো তীরে;
ডুবতে বললে– এক নিমেষেই রাজি।


আসলে জানতো ডুবলে জলের ভেতর
অতি সহজেই সাঁতরে হবে পার।


প্রেমে ডুবলে জানা ছিলো না ভোর'
কেমনতর নামাবে অন্ধকার।


ডুবতে ডুবতে– কখন জানে না সে
হৃদয় তার ছুঁয়েছিলো শেষ অতল।


গভীর খাদে মুখ থুবড়ে শেষে
তাকিয়ে দেখলো মাথা অব্দি জল।


মন-ভেতরের-মানুষ এখন আর
হঠাৎ হঠাৎ নদী দেখতে যান না।


নদী দেখার– ইচ্ছে হলে তার
বুকের ভেতর জুড়ে দেয় সে কান্না...