গ্যাছে বছরে আমার দাবি ছিলো এমন
আমি হাঁটি ধার ধার
হাত দু'য়ে ছুঁয়ে ছুঁয়েই রাখি, আর–
দু'য়ে রাস্তা হই পার।


গ্যাছে শরৎ, শীত চলে, আসে বসন্ত
জমে জলীয়বাষ্প চোখে
ঘিরে ধরে– তোকে না পাওয়ার শূন্যতা,
আর নানান অসুখে।


রাতের পর, দিন গুলো দিনহীনের মতোই
কেবলই রোজ আসে,
শুধু যায় বছর পথ চেয়ে চেয়ে; তাই–
প্রিয় বলি অবশেষে  


তোকে পাবো পাবো বলে যদি আমি
শূন্যতা'ই শুধু পাবো
তবে, তোকে ছুঁতে হলে হাত দিয়ে নয়
আমি মন দিয়েই ছোঁবো।