বয়ে গেছে সময় বেশটা পেছনের দিকে
থেমে গেছে কাজে ছোটাছুটি। উৎসব।
মনে নেই আর তেমনতর কিছু বেশি...
অপেক্ষা। আগ্রহ। খুনসুটি। কলরব।  


মুখটাও তেমন আর পড়ে না যে মনে
ভুলে গেছি এমন– যেন শত্রুর চেয়েও,
বুঝে গেছে মন দেখে আয়না আদলে  
হৃদয়ের চাইতে বেশি যেন পাথরটা প্রিয় ।  


ব্যথা বলে বলেই– দিয়ে ছিলে যে ব্যথা
সে ব্যথা আর আমায় করে না আঘাত,
সময়ের কাছে যখন হার মেনেছে সময়
ভেঙে গেছে নিমেষে, তখন ভেতরের ছাদ।