মুখেতে না বলা অবধি কখনোই মন মানতো না।
বুঝতে পেরেছি সবই...। দিচ্ছি না তাই সান্ত্বনা!
আসলে, আপন কে কতটা বোঝাতে পেরেছে ব্যবহার।
উড়ে চলা আত্মাকে তাই ধরার সাহস থাকে কার!


জানি, থাকলে কাছে ঝঞ্ঝাট। বাঁচবে জীবন মুক্তিতে।
এখন জীবনের সব পথঘাট– ভরেছে এমনি চুক্তিতে।