যাওয়ার মধ্যিখানে কিছুই ছিলো না, যা ছিলো তা ঘূর্ণি,
দূর হতে স্পষ্টই বোঝা যাচ্ছিলো মৃত্যুরও বেশি দূর নেই।
বেলা যত এগোতে থাকলো তত হায় হায় রবে প্রাণময়
হাওয়ার পাশাপাশি ছিলো আরো– জলচ্ছাসের টানা ভয়।
তাতে ডুবেছিলো মানুষ, শহর, হাজার হাজার গ্রাম
পার পায়নি মন্দির, মসজিদ, কপিল মুনিরও ধাম।
বেশি দূরে নয়। ঠিক যাওয়ার পথের পাশাপাশি–
ভেঙে ছিলো বাড়ি, দোকানপাট, গাছপালা রাশি রাশি।


বুড়োদের মতোই শিশুরাও– জুড়ে ছিলো কান্নাকাটি,
তান্ডবে 'ইয়াস' ছিলো– নটরাজ, মাটিতে করে ছিলো মাটি।