বেকারত্ব, সে জটিল ব্যাধি। মৃত্যু সমান।
মুখ তুলে তবু জখম করে– যুদ্ধ কামান।  
আমরা কেবল বাঁচতে শিখছি সৈন্য বেশে,
কখন, কোথায়, মৃত্যু হবে ক্ষুধার দেশে
কেউ জানে না। কেউ জানে না জখমগুলো
মাঠ পেরিয়ে ভুতল ছেড়ে পাহাড় ছুঁলো।
আমরা, তবু বাঁচতে শিখছি– ঝড়ের মুখে,
আমরা তবু বাঁচতে শিখছি সব অসুখে।


বেকারত্ব, এ যে জটিল অসুখ। সারতে বিফল।  
'রানী বা সে রাজা'– নিছকই বুর্জোয়া দল।