চলতে চলতে জীবন দ্বারের পথের কোনো কোণে
হঠাৎ দেখা– মিললো, আবার আরেক আপনজনে।
বেশ কিছুদিন ফেরটা হলো তারই সাথে ভাব
তারই সাথে আনন্দেতে কাটলো স্ব-ভাব।
চলতে গিয়ে ও আবার পথের কোনোখানে
হাতটা রাখলো আমার হাতে, প্রেমের আবরণে।
ভাবতে লাগি– অমূল্য কোনো পাথর হবে সে
জড়িয়ে বুকে রাখতে হবে অগাধ ভালোবেসে।
সেদিন থেকে নিজের মাঝে আরেক হলো মন;
কিন্তু হঠাৎ– একদিন সে নিলো নিছক ধারণ!
পাথর হলো, অবশেষে আমার পথের কোণে
বারে বারে হোঁচট দিলো, কারণে অকারণে।


(সংক্ষিপ্ত)