বই নিয়ে বসতেই– আনমনা,
মা মারে, বাপ মারে, ম্যামও!
পিঠ থেকে হাটতেই হাতখানা  
ভুলে যাই; ফের শুরু– পাগলামো।


গাছ গুলো সারাদিন দাঁড়িয়ে,    
তাদের কি পায়ে ব্যথা লাগে না ?
সকাল হলে কি তারা মুখ ধোয়?
কই, তারা তো দাঁত কভু মাজে না!


আকাশের ওপারেতে কি আছে ?
ঝলমল রোদ গুলো সেথা যায় ?
জানা চাই এ জনমে, ভগবান!      
ডানা দিয়ে, পাখি করে দিও আমায়।


ঘুরে ঘুরে মেঘেদের খিদে পেলে    
খাওয়া-দাওয়া করে কি, করে না ?
তাদের মা কি তাতে বকা দেয় ?
কই তারা কভু তো বসে পড়ে না!


মা খালি বলে চলো– 'পড়, পড়'!
আনমনা মন নিয়ে কি পড়া যায়!
মা তোমার খোকন যে একবার  
ডানা মেলে পাখি সে যে– হতে চায়!