একা করবার আগে
ভাববার তার উচিৎ ছিলো
প্রয়োজনে যাকে লাগে।
থাকলে বা তাই একা!
কুছপরোয়া করে না চোখ,
চোখের কাজই দেখা।
শরীরে ভীষণ বদলা!
জানতে সে পেরেই গ্যাছে
আমারও এসেছে পালা।
সামান্যই করেছি সঞ্চয়,
নিয়েছি যখন– দিতে তো হবেই!
একথা জেনেছে হৃদয়।
হৃদয়– ভীষণই সয়,
সইতে সইতে ফণী'র মতোই  
ওঠায়ও আবার প্রলয়।
প্রলয়ে তাকে ওড়াই...


পুড়িয়েছে সে। ভুলিনি বলে–
আমিও তাকে পোড়াই।