(বিরহগীতি)


আমি নিশ্চুপ, তুমি নিশ্চুপ, নিশ্চুপ আরো সব
পাতাহীন ওই গাছটাতে শুধু পাখির কলরব ।।


গাছটাকে নাকি হৃদয়ের মাঝে লুকানো প্রিয়ার মান
জানি না সে কাকে ভালোবেসে গাইছে এমন গান।


নিশ্চুপে আজ শোনা যায় আরো কাঁপানো কণ্ঠ স্বর
জানা নেই, তবু হয়তো বা প্রিয়া করেছে তাকে পর।


আমি নিশ্চুপ, তুমি নিশ্চুপ, নিশ্চুপ আরো সব
পাতাহীন ওই গাছটাতে শুধু পাখির কলরব।


পাখিদের ভাষা বড় বোঝা দায়, তবুও বুঝতে চাই
কারণ আমিও পাখিটার মতো বেদনাতে বড় ভাই।


আমারো যদি থাকতো গো ডানা উড়েই যেতাম পাশে
শিখেই নিতাম কলা-কৌশল, কেমনে সে ভালোবাসে


তখন আমিও থাকতাম না, হয়ে কখনোই নীরব
চিৎকার করে গাইতাম গান হতাম নীরবে সরব...।


আমি নিশ্চুপ, তুমি নিশ্চুপ, নিশ্চুপ আরো সব
শুনি, পাতাহীন ওই গাছটাতে শুধু পাখির কলরব।