(১)
কাঁদতে কেবল আমি শিখিনি প্রেমে
হাসির জগতে তোমারও হয়েছে হার,
হৃদয়েতে আঘাত আমি পাইনি শুধু;
তুমিও ঠিক তার আধেক ভাগিদার।


(২)
ভাগ করে বসে আছো
কার গেছে কতটা!
নিজেকে যে পুঁতে গেছো
দেখোনি সে নতটা?
ঝাপ যেথা দেয় দোহে
পোড়ে জেনো দু'জনই,
আগুনের দাবদাহে–
তুমি সেথা খোঁজনি...


(৩)
তোমার চোখের জল আজ সাত-সাতটি সমুদ্র জুড়ে,
আমাকে পোড়াতে এসেছিলে; দেখো তুমিও গেছো পুড়ে।