পূবের কোনে মেঘ জমেছে
       বৃষ্টি এলো এলো,
বদ্ধ দ্বার খুলে দিয়ে
       ভিজবে তুমি চলো।
ভিজবে তুমি ভিজবো আমি
       ভিজবে ভুবন-ময়
বৃষ্টিতে ভেজা খুবই মজা
       তবে কেন করো ভয়?
যা হবার তা হবে
       তা পরে দেখা যাবে,
তোমার সাথে আমি আছি
        ভয় কেন তবে!
মন খুলে প্রান খুলে
        নাচবে আমার সাথে,
আসুক শত হাজার বাধা
        রাখবো এ হাত হাতে।


রিমঝিম এই বৃষ্টির ধারা
         এইতো শুরু হলো,
বদ্ধ দ্বার খুলে দিয়ে
       ভিজবে তুমি চলো।
'বৃষ্টির মাঝে তুমি আমি'
       নীচে জলের ঢেউ
চারিদিকে কালো মেঘ
       দেখবে না তো কেউ।
পাহাড় ভিজে বলছে আরে
        বৃষ্টি মন্দ নয়,
তোমার আমার ভেজা দেখেই
         ভিজছে জগত-ময়।
এসো আজ শপথ করি
        এই বৃষ্টির সাথে
আসুক শত হাজার বাধা
        রাখবো এ হাত হাতে।।